ইউনিয়ন পরিষদ নির্বাচন
এক পরিবারের ৩ চেয়ারম্যান প্রার্থী
প্রকাশিত: ১৬:২১ ১৯ মে ২০২২ আপডেট: ১৬:৩৩ ১৯ মে ২০২২

আকতার হোসেন, রেহানা বেগম লাইজু ও ইকবাল হোসেন- ফাইল ছবি
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই পরিবারের তিন সদস্য চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রার্থীরা হলেন- মো. আকতার হোসেন, তার স্ত্রী রেহানা বেগম লাইজু ও ভাই মো. ইকবাল হোসেন।
বৃহস্পতিবার মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে তিনজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
আকতার হোসেন বলেন, আমরা নিজেদের মতো মনোনয়ন ফরম দাখিল করেছি। শেষ পর্যন্ত নির্বাচনে কে থাকবেন তা সময় বলে দেবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালমোহনের দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৯৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২২ জন মনোনয়ন ফরম দাখিল করেন। তাদের মধ্যে যাচাই-বাছাইয়ে কালমা ইউনিয়নের ৩ জন ও রমাগঞ্জ ইউনিয়নের ১ জন সাধারণ সদস্যের মনোনয়ন বাতিল করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমির খসরু গাজী বলেন, কালমা ইউনিয়নে একই পরিবারের তিনজন মনোনয়ন ফরম দাখিল করেছেন। তাদের মনোনয়ন বৈধ হয়েছে। আশা করছি সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে।
ডেইলি বাংলাদেশ/এআর