আগুন লাগার পর টনক নড়ল এলাকাবাসীর
প্রকাশিত: ১৫:৪২ ১৯ মে ২০২২ আপডেট: ১৫:৫৪ ১৯ মে ২০২২

পৌরশহরের টিবি হাসপাতালের লিঙ্ক রোড বনানী এলাকায় পৌর কর্তৃপক্ষ দেওয়াল ভাঙার কাজ শুরু করে। ছবি: ডেইলি বাংলাদেশ
মৌলভীবাজার শহরে এলাকাবাসীর আপত্তির প্রেক্ষিতে রাস্তা প্রশস্তকরণ বন্ধ রাখা হয়। এরই মধ্যে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। সরু রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারেনি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবার একদিনের ব্যবধানে স্বতঃস্ফূর্তভাবে রাস্তার জায়গা ছাড়লেন এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুর থেকে পৌরশহরের টিবি হাসপাতালের লিঙ্ক রোড বনানী এলাকায় পৌর কর্তৃপক্ষ দেওয়াল ভাঙার কাজ শুরু করে। এ কাজ চলবে ২ মাস। এ সময়ের মধ্যে দেয়াল ভেঙে সড়ক প্রসস্ত, ড্রেন নির্মাণ ও রাস্তা পাকাকরণ করা হবে।
জানা যায়, অর্ধশত বাসার দেয়াল ভেঙে রাস্তা প্রশস্ত করা হবে, সবার মতামত ও স্বতঃস্ফূর্ততায়। এরইমধ্যে পৌর শহরের পাড়া মহল্লার অধিকাংশ রাস্তা প্রশস্ত করা হয়েছে যাতায়াতের সুবিধা, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রবেশসহ জলাবদ্ধতা নিরসনে ড্রেইন করার জন্য। কিন্তু, টিবি হাসপাতাল রোডের বনানী এলাকার গুটি কয়েক এলাকাবাসীর জন্য তা বাধাগ্রস্ত হয়। গত বুধবার দুপুরে ঐ এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্লোরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগার পর এলাকাবাসীর টনক নড়ে। তারা যোগাযোগ করেন পৌর কর্তৃপক্ষের সঙ্গে। তাৎক্ষণিক সাড়া দেয় পৌরসভা।
জানা গেছে, পৌরশহরের টিবি হাসপাতালের লিঙ্ক রোড বনানী এলাকায় ১৪ ফুট প্রশস্ত করার জন্য এলাকাবাসীর মতামততের ভিত্তিতে গত মাসে সিদ্ধান্ত নেয়া হয়। কয়েকদিন আগে পৌর কর্তৃপক্ষ রাস্তার পাশের স্থাপনা উচ্ছেদ করতে গেলে কয়েকজন এলাকাবাসীর আপত্তির প্রেক্ষিতে রাস্তা প্রশস্তকরণ বন্ধ রাখা হয়।
এলাকাবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বাসিত জানান, এলাকার স্বার্থে আমার বাসার জায়গা ছেড়েছি। নিজে দাঁড়িয়ে থেকে দেওয়াল ভাঙার কাজে পৌরসভাকে সহযোগিতা করছি।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, দু-একজন এলাকাবাসীর আপত্তি না থাকলে এতোদিনে রাস্তা প্রশস্ত হয়ে যেত, গতদিনের অগ্নিকাণ্ডে এতো ক্ষতি হতো না। অবশেষে অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে যে সবাই একমত হয়েছেন এটাই সন্তুষ্টি।
মেয়র মো ফজলুর রহমান জানান, দেয়াল ভেঙে রাস্তা প্রশস্ত, ড্রেন নির্মাণ, সড়ক পাকাকরণের কাজ দুই মাসে সম্পন্ন করা হবে। এই পাড়ায় অনেকগুলো উঁচু ভবন রয়েছে, অথচ রাস্তা সরু। দীর্ঘদিন না পারলেও এখন এলাকাবাসীর মতামতের প্রেক্ষিতে, তাদের স্বউদ্যোগে প্রশস্তকরণসহ সার্বিক কাজ করা হচ্ছে।
(ছবি- মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কে অগ্নিকাণ্ডের একদিনের ব্যবধানে সরু রাস্তা প্রশস্তকরণ শুরু হয়েছে)
ডেইলি বাংলাদেশ/এমকে