আখাউড়ায় নিষিদ্ধ পিরানহা বিক্রি, দুইজনকে জরিমানা
প্রকাশিত: ১৩:০৩ ১৯ মে ২০২২

আখাউড়ায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত-ছবি ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার পৌর শহরের বড় বাজারে অভিযান পরিচালনা করে ওই দুই মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তাদের মধ্যে বাবলু মিয়াকে পাঁচ হাজার টাকা এবং অপর মাছ বিক্রেতা সাজু মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল জানান, বাজার মনিটরিং করতে গিয়ে বড় বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করতে দেখা যায়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খুচরা মাছ বিক্রেতা দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/জেএইচ