কালিদহ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ফেন্সী, সম্পাদক সাজেদা
প্রকাশিত: ২১:০৮ ১৮ মে ২০২২

ফেনীর কালিদহ ইউনিয়ন যুব মহিলা লীগের সম্মেলন- ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে নতুন কমিটির সভাপতি হন ইয়াসমিন সুলতানা ফেন্সী। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন সাজেদা আক্তার সাজু।
বুধবার বিকেলে কালিদহ ইউনিয়নের একটি গণমিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার নিঝুম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আফরোজা আক্তার, ফেনী জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মমতাজ বেগম লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমি, সাংগঠনিক সম্পাদক নাইমা সুলতানা।
সম্মেলনের ২য় পর্বে কালিদহ ইউনিয়ন যুব মহিলা লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ইয়াসমিন সুলতানা ফেন্সীকে সভাপতি, রাশেদা আক্তারকে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে সাজেদা আক্তার সাজু ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে শারমিন আক্তারের নাম ঘোষণা করা হয়।
ডেইলি বাংলাদেশ/এআর