টেকনাফে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার
প্রকাশিত: ২০:৫৮ ১৮ মে ২০২২ আপডেট: ১৭:৪৫ ১৯ মে ২০২২

দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃত রোহিঙ্গা ডাকাত- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে দিল মোহাম্মদ নামে এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় দেশীয় তৈরি তিনটি দা ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
বুধবার ভোরে ঐ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিল মোহাম্মদ ঐ ক্যাম্পের বি-ব্লকের মোহাম্মদ আলমের ছেলে।
১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি প্রস্তুতি নেয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এপিবিএনের একটি টিম সেখানে অভিযান চালায়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করা হয়। ঐ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি তিনটি দা, একটি কিরিচ উদ্ধার করা হয়।
এসপি আরো বলেন, উদ্ধারকৃত দা-কিরিচসহ গ্রেফতারকৃত রোহিঙ্গা ডাকাতকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর/আরআর