ঘরে ঢুকে চেয়ারম্যানের শিশুসন্তানকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী
প্রকাশিত: ১৯:৪৯ ১৮ মে ২০২২ আপডেট: ১৯:৫৮ ১৮ মে ২০২২

ঢেউখালী ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানের শিশুসন্তান রাফসানকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানের শিশুসন্তান রাফসানকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী দিলজাহান বেগম। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে নেয়া হয়েছে। মিজানুর রহমানের দুই ছেলের মধ্যে রাফসান ছোট।
বুধবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে সদরপুর উপজেলা সদর থানার সামনে ইউপি চেয়ারম্যানে শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের কোপে রাফসান ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন ইউপি চেয়ারম্যানের স্ত্রী দিলজাহান।
ডেইলি বাংলাদেশ/এমকে