জিডি করায় বৃদ্ধা শাশুড়ির মাথা ফাটিয়ে দিলো পুত্রবধূ
প্রকাশিত: ১৯:২৫ ১৮ মে ২০২২

আদমদীঘি থানা ফাইল ছবি
বগুড়ার আদমদীঘি উপজেলায় থানায় জিডি করায় পুত্রবধূর বিরুদ্ধে লাঠি দিয়ে বৃদ্ধা শাশুড়ির মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার উপজেলার কড়ই শাহানাপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাশুড়ির নাম মোর্শেদা বেওয়া। তার পুত্রবধূর নাম তাহমিনা।
আহত মোর্শেদা বেওয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, কড়ই শাহানাপাড়ার মৃত ময়েজ উদ্দীনের ছেলে মোসলেম উদ্দীন কাজের সূত্রে দীর্ঘ ৬-৭ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন।
মোসলেম উদ্দীনের মা মোর্শেদা বেওয়া ও স্ত্রী তাহমিনার মাঝে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকতো।
ভুক্তভোগী মোর্শেদা বেওয়ার অভিযোগ, পুত্রবধূ তাকে প্রায়ই নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে রোববার তিনি পুত্রবধূসহ তিনজনের নামে থানায় সাধারণ ডায়রি করেন।
পুত্রবধূ তাহমিনা জিডির খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে লাঠি দিয়ে শাশুড়ির মাথা ফাটিয়ে দেন। মোর্শেদার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন জানান, মারপিটের ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এমকে