মেঘনার জোয়ারে ডুবছে ফসল
প্রকাশিত: ২০:১৩ ১৭ মে ২০২২

লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি
মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের বিভিন্ন এলাকা। ডুবে গেছে সয়াবিনসহ বিভিন্ন ফসলি জমি ও মাছের ঘের। তীর রক্ষা বাঁধ না থাকায় লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে গেছে বাড়ির উঠানও।
স্থানীয়রা জানায়, জোয়ারের পানিতে মেঘনা নদী সংলগ্ন ফসলি জমি ডুবে গেছে। রোববার দুপুরে জোয়ার শুরু হয়ে নামে বিকেল চারটায়। এভাবে টানা তিনদিন জোয়ারের পানিতে তলিয়ে গেছে বিভিন্ন ফসলি জমি।
জানা গেছে, মেঘনায় দিনে দুবার জোয়ার-ভাটা হয়। এর মধ্যে একটি উচ্চ মাত্রার আরেকটি নিম্নমাত্রায়। প্রতি বছর মে থেকে নভেম্বর মাস পর্যন্ত সৃষ্ট জোয়ার ব্যাপক আকার ধারণ করে।
চর জাঙ্গালিয়ার লোকজন জানান, জোয়ারের পানিতে তাদের ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়। নদীর তীর রক্ষা বাঁধ না থাকায় পানি ঢুকে নষ্ট হয়ে যায় অপরিপক্ব সয়াবিনও।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বিজয় বলেন, জোয়ারের পানি ঢুকে নদী সংলগ্ন কয়েকটি এলাকা তলিয়ে গেছে। এতে সয়াবিন, ধান ও মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষতিগ্রস্ত মানুষ যেন ক্ষতি পুষিয়ে নিতে পারেন, এজন্য তাদের সহায়তা করা হবে।
ডেইলি বাংলাদেশ/এমআর