জাল টাকা তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা আটক
কক্সবাজার প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৯:২৬ ১৫ মে ২০২২ আপডেট: ১৫:০৪ ১৫ মে ২০২২

আটককৃত রোহিঙ্গা
কক্সবাজারের উখিয়ায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ আবু তাহের নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার সন্ধ্যায় উপজেলার কুতুপালং ২ নম্বর ইস্ট ক্যাম্পের ই-৮ ব্লক থেকে তাকে আটক করা হয়। আটককৃত তাহের একই ক্যাম্পের লাল মিয়ার ছেলে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) নাইমুল হক জানান, কুতুপালং ২ নম্বর ইস্ট ক্যাম্পের ই-৮ ব্লকে জাল টাকা তৈরি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। পরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ তাহেরকে আটক করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ৭৬ বান্ডিল জাল টাকা তৈরির কাগজ উদ্ধার করা হয়। তাহেরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর/এইচএন