ডিলার বললেন বিক্রি হচ্ছে না, ১ ঘণ্টায় শেষ সব সয়াবিন তেল
প্রকাশিত: ১৪:৪৬ ১৪ মে ২০২২

ভোলার লালমোহনে রূপচাঁদা সয়াবিন তেলের ডিলারে গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান- ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার লালমোহনে রূপচাঁদা সয়াবিন তেলের ডিলারের কাছ থেকে ৩০০ লিটার তেল উদ্ধার করে মাত্র ১ ঘণ্টায় ন্যায্য মূল্যে বিক্রি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ডিলারের অজুহাত- বিক্রি না হওয়ায় এসব তেল গুদামে মজুত করেছিলেন তিনি।
শনিবার দুপুরে লালমোহন পৌর শহরের উত্তর বাজারের একটি গোডাউন থেকে এসব তেল উদ্ধার করা হয়। এ সময় তেল মজুত করার দায়ে ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার মো. ফয়সাল দাবি করেছেন- তার এসব তেল বিক্রি হচ্ছে না, ইঁদুরে খেয়ে ফেলছে। এ জন্য গোডাউনে রেখে দিয়েছেন।
সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, দাম বাড়িয়ে বিক্রির জন্যই ডিলার অদ্ভুত যুক্তি দেখিয়েছেন। ঘণ্টাখানেকের মধ্যে সব তেল উপস্থিত ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। এরপরও অনেকে তেল নিতে এসেছেন কিন্তু তেল না থাকায় দেওয়া সম্ভব হয়নি। সয়াবিন তেল মজুত করায় ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর