ভাসানচর থেকে পালাতে গিয়ে তিন রোহিঙ্গা আটক
প্রকাশিত: ১৪:৪৫ ১৪ মে ২০২২ আপডেট: ১৬:১০ ১৪ মে ২০২২

আটককৃত তিন রোহিঙ্গা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের পুনরায় ভাসানচর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, বুধবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তিন রোহিঙ্গাকে আটক করে চরজব্বার থানা-পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭২ নম্বর ক্লাস্টারের সৈয়দুল আমিনের ছেলে ২১ বছর বয়সী খায়রুল আমিন, ৬৮ নম্বর ক্লাস্টারের আবদুল খালেকের ছেলে ১৮ বছরের সাইফুল ইসলাম ও ২৭ নম্বর ক্লাস্টারের মো. রফিকের ছেলে ১২ বছরের আব্দুল্লাহ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে বুধবার সন্ধ্যায় তাদের আটক করে থানায় রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে পুনরায় তাদের ভাসানচর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর/এমআরকে/জেডআর