সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:৪০ ৮ মে ২০২২ আপডেট: ১৭:৪১ ৮ মে ২০২২

ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইউনিয়নের পূর্ব বেহাকৈর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নাদিম সাউদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ২২ বছর বয়সী নাদিম ওই গ্রামের নাসির মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিজ বাড়ির পুকুরে মাটি কাটার জন্য পানি সেচ করছিলেন নাদিম। এ সময় ইঞ্জিনচালিত শ্যালো মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি বাংলাদেশ/এমআর