ফাঁসির দণ্ড নিয়ে ছদ্মবেশে মাজারে মাজারে ঘুরেও হলো না রক্ষা
প্রকাশিত: ২০:১৭ ৬ মে ২০২২

গ্রেফতারকৃত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কাশেম-ছবি ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জ বন্দর উপজেলা এলাকার কদম রসুল দরগা এলাকা থেকে উজ্জল হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নবীগঞ্জ কদম রসুল দরগা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল কাশেম সোনাকান্দা এলাকার মোহাম্মদ হোসেন ওরফে মোহাম্মদ আলীর ছেলে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) বারেক হাওলদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে কদম রসুল দরগাহ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
২০১২ সালের ৬ জুন দুপুরে প্রকাশ্য দিবালোকে সোনাকান্দা হাট সংলগ্ন তাওলাদের অফিসের সামনে কাশেমসহ ১০ জন মিলে একই এলাকার লুৎফর রহমানের ছেলে উজ্জলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
গ্রেফতারকৃত কাশেম ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াতেন। তিনি এক জায়গায় বেশি দিন অবস্থান করতেন না। ঘন ঘন অবস্থান পরিবর্তন করতেন।
ডেইলি বাংলাদেশ/জেএইচ