ড্রিম হ্যাভেনে লাশ হলেন ‘জুলেখা’, দরজা বন্ধ করে পালাল পুরুষ সঙ্গী
প্রকাশিত: ১০:৪৯ ১৮ এপ্রিল ২০২২ আপডেট: ১০:৫১ ১৮ এপ্রিল ২০২২

ফাইল ছবি
রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় আবাসিক হোটেল ড্রিম হ্যাভেনে তালাবদ্ধ কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়নব বেগম নাটোর সদরের নারায়নপুর এলাকার তসির প্রামাণিকের মেয়ে।
জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে মিজান নামে এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠেন জয়নব বেগম। এ সময় হোটেল রেজিস্ট্রারে তার নাম উল্লেখ রয়েছে জুলেখা। ঠিকানা দিয়েছিলেন রাজশাহীর গোদাগাড়ী। পরে ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র এবং চিকিৎসা ব্যবস্থাপত্রে তার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আবাসিক হোটেল ড্রিম হ্যাভেনের ৪০৩ নম্বর কক্ষে ওই নারীর মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে, শ্বাসরোধে হত্যার পর পুরুষ সঙ্গী কক্ষের বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়েছেন।
তিনি আরো বলেন, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। পলাতক পুরুষকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ডেইলি বাংলাদেশ/এমকে