মুহূর্তেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাত-পা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:৩৫ ১১ এপ্রিল ২০২২

আখাউড়া রেলওয়ে থানা, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হয়ে সোহাগ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
সোমবার ভোরে আখাউড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া ঐ উপজেলার কালিকাপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার এসআই মোজাম্মেল খান জানান, ভোর পৌনে ৪টার দিকে রেলস্টেশন এলাকায় অসাবধানতায় রেললাইন পার হওয়ার সময় মালবাহী কন্টেইনার ট্রেনে কাটা পড়েন ঐ যুবক। এতে হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর