চট্টগ্রামে ইয়াবা ডেলিভারি দিতে এসে ধরা ৩ রোহিঙ্গা
চট্টগ্রাম প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৯:১৫ ২৭ মার্চ ২০২২

ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে আট হাজার ৮০০ ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। গত শুক্রবার দুপুরে পাহাড়তলী থানার অলংকার মোড় ও আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার সদরের চৌফলদন্ডীর পূর্ব পাড়ার নজিমুল্লাহর ছেলে মোহাম্মদ রফিক, টেকনাফের ২২ নস্বর উনচিপ্রাং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের হাবিব উল্লাহর ছেলে সৈয়দ হোসাইন ও উলু চামুরির সিরাজুল ইসলাম সিরাজের ছেলে মেজবাহ উদ্দিন রনি
মাদক নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মারফিয়া আফরোজ বলেন, অলংকার মোড় ও ফিরোজশাহ কলোনিতে পৃথক অভিযান চালিয়ে আট হাজার ৮০০ ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়। কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে কৌশলে ইয়াবা সংগ্রহ করে তা চট্টগ্রামে সরবরাহ দিতে এসেছিলেন তারা। এ ঘটনায় দুই থানায় পৃথক মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম