আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ
কুমিল্লা প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:০৫ ২৯ জানুয়ারি ২০২২

দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ
কুমিল্লায় আবাসিক হোটেল থেকে রাশেদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শাসনগাছার ঝিনুক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ২৩ বছর বয়সী রাশেদ সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর বাড়েরা গ্রামে আব্দুল খলিলের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
ঝিনুক হোটেলে দায়িত্বরত দুলাল জানান, রাজমিস্ত্রি পরিচয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রুম ভাড়া নেন রাশেদ। হোটেলে ঢোকার পর দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয়। তাই পুলিশকে খবর দেওয়া হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন বলেন, এক ঘণ্টার চেষ্টায় দরজা ভেঙে কক্ষে ঢুকে রাশেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা তদন্ত করে দেখা হবে।
ডেইলি বাংলাদেশ/এমআর