ঘরে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ, স্ত্রী-দুই ছেলে আটক
প্রকাশিত: ২১:৪৪ ২৮ জানুয়ারি ২০২২

নিহত ব্যবসায়ীর লাশ (ছবি: সংগৃহীত)
নীলফামারীর সৈয়দপুরে নিজ ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহতের স্ত্রী ও দুই ছেলেকে।
শুক্রবার দুপুরে (২৮ জানুয়ারি) সৈয়দপুর উপজেলা শহরের কাজীপাড়া এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন শহরের জামিল গার্মেন্টস নামের দোকানের স্বত্বাধিকারী রিয়াজ উদ্দিন। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মরদেহ উদ্ধারের সময় নিহতের বড় ছেলে জামিল উদ্দিন জানান, তিনতলা ভবনের নিচতলায় থাকতেন রিয়াজ। উপরে থাকতেন রিয়াজের অন্য ভাইরা। নিচতলায় আলাদা রুমে থাকতেন তিনি ও তার স্ত্রী।
জামিল বলেন, সকালে মা বাবার রুমে গিয়ে রক্তাক্ত লাশ দেখে আমাদের ডাকেন। পরে পুলিশকে জানানো হয়।
ওসি জানান, বিছানায় লেপ দিয়ে মোড়ানো ছিল লাশ। ঘরের দেয়ালেও রক্তের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
আরো পড়ুন: পুরো পরিবারকে হত্যা করলো পাবজিতে আসক্ত কিশোর
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী জরিনা বেগম এবং ছেলে জামিল উদ্দিন ও ইমরান হোসেনকে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি বাংলাদেশ/আরএডি