দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন, বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
প্রকাশিত: ২০:০৫ ২৮ জানুয়ারি ২০২২ আপডেট: ২০:৫৩ ২৮ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জের মদনপুরে জাহিন টেক্সটাইলে ভয়াবহ আগুন তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। কারখানার ভেতর বিপুল পরিমাণ সুতা ও কাপড় থাকায় আগুন দ্রুত এক ভবন থেকে অন্য ভবনে ছড়িয়ে পড়ছে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে না আসায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যরা দ্রুত যানজট নিরসনে কাজ করছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার ফ্যাক্টরি বন্ধ থাকায় ভেতরে কোনো শ্রমিক ছিলেন না। ভেতরে কেউ আহত বা আটকা পড়েননি। ফায়ার সার্ভিসের প্রায় ১৬টি ইউনিট দুই ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ রায়হান উদ্দিন জানান, বিকেলে সাড়ে ৪টায় জাহিন টেক্সটাইলে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ১৬টি ইউনিট কাজ করছে। প্রথমে ১০টি ইউনিট ঘটনাস্থলে এসেছিল। পরে ইউনিট সংখ্যা আরো বাড়ানো হয়।
ডেইলি বাংলাদেশ/এআর/এমএস