সুন্দরবনে খালে ভাসছিল বাঘের লাশ
প্রকাশিত: ১৯:৩৬ ২৮ জানুয়ারি ২০২২ আপডেট: ২০:৫৬ ২৮ জানুয়ারি ২০২২

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের খাল থেকে উদ্ধার করা হয় বাঘের লাশ
সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের লাশ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বাঘটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে শরণখোলা রেঞ্জ অফিস এলাকায় বাঘটির লাশের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, রুপার খাল এলাকায় বাঘটির লাশ ভাসতে দেখে বনরক্ষীরা উদ্ধার করেছে। শনিবার সকালে মৃত বাঘটিকে শরণখোলা রেঞ্জ অফিসে আনা হবে। বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে সেখানে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি বাংলাদেশ/আরএডি/এআর