বরিশালে তুচ্ছ ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা
প্রকাশিত: ০৩:০৯ ২৮ জানুয়ারি ২০২২

প্রতীকী ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনায় এক মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট থানার বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাঠমিস্ত্রি দিপু হালদার ঐ এলাকার মুক্তিযোদ্ধা রমেন্দ্রনাথ হালদারের ছেলে। হামলাকারী মাদকসেবী ডেভিড মিস্ত্রি কুডুকে আটক করেছে পুলিশ। সে আহত অবস্থায় বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরো পড়ুন>>> সর্ষের মধ্যেই লুকিয়ে আছে যত সমস্যার সমাধান
স্থানীয় মাসুম আহম্মেদ ও সুশান্ত বিশ্বাস বলেন, বাঘিয়া শ্রী শ্রী কালিমাতা মন্দির এলাকার মাদকাসক্ত কুডু মিস্ত্রি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় সুমনের চায়ের দোকানে যায়। সেখানে গিয়ে অশ্লীল ভাষায় যাকে-তাকে গালাগাল করতে থাকে। এ সময় দিপু হালদার (৪০) তাকে গালাগাল করতে নিষেধ করে এবং চায়ের দোকান থেকে চলে যেতে বলে।
এতে ক্ষিপ্ত হয়ে ঐ সময় দিপু হালদারকে কোপানোর হুমকি দেয় মাদকসেবী কুডু। যার জের ধরে রাতে হঠাৎ করেই দিপুকে একা পেয়ে ছুরি দিয়ে পেটে কোপ দেয়। এতে দিপুর পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে যায়।
স্থানীয়রা এই সময় মাদকসেবী কুডুকে ধরে ফেলে থানা পুলিশে সোপর্দ করে এবং আহতাবস্থায় দিপুকে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন>>> অতিরিক্ত ওজন দ্রুত কমাতে চার পদ্ধতিতে খান মৌরি
রাজমিস্ত্রি দিপু হালদারের ভাই সজল হালদার বলেন, আমরা কিছুই জানি না। খবর পেয়ে দ্রুত দিপু দাদাকে নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোফাজ্জেল আহম্মেদ বলেন, পেটে ছুড়িকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে দিপুর মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্তে মূল বিষয় জানা যাবে। তাকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই মারা যায়।
বরিশাল এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সেলিম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মাদকসেবী কুডুকে আটক করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডআর