কোম্পানীগঞ্জে এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার
প্রকাশিত: ০০:৪৫ ২৮ জানুয়ারি ২০২২ আপডেট: ০০:৪৫ ২৮ জানুয়ারি ২০২২

ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় সাদা প্লাস্টিকের এক বস্তায় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজিপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আরো পড়ুন>>> সর্ষের মধ্যেই লুকিয়ে আছে যত সমস্যার সমাধান
কোম্পানীগঞ্জ থানার ওসি) মো. সাজ্জাদ রোমন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি লোহার চাপাতি, দুটি বড় ধামা, একটি বড় কিরিচ, একটি কোড়াবারি, তিনটি বড় ছুরি রয়েছে।
ওসি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাঈদ মিয়া ঐ এলাকায় বেড়িবাঁধের পাশে অস্ত্রগুলো সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
আরো পড়ুন>>> প্রাথমিকে অনলাইনে ক্লাসসহ ৬ নির্দেশনা
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় ১১টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা পুলিশের চেকপোস্টের ভয়ে রাস্তার পাশে অস্ত্রগুলো ফেলে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি চরপার্বতীসহ কোম্পানীগঞ্জ উপজেলার আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডেইলি বাংলাদেশ/জেডআর