লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
প্রকাশিত: ১৬:০২ ২৭ জানুয়ারি ২০২২

ফাইল ফটো
বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবে এক জেলে নিখোঁজ ও এক জেলে আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকাসংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম মাসুম খান। তিনি ঐ এলাকার ইসমাইল খানের ছেলে। আহত জেলে মো. দেলোয়ার হোসেনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন: পাবনায় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু
জানা যায়, বুধবার রাতে নৌকা নিয়ে আড়িয়াল খাঁ নদে ইলিশ শিকারে যান জেলে মাসুম খান ও দেলোয়ার হোসেন। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকাসংলগ্ন আড়িয়াল খাঁ নদে ঢাকা থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে যায়। এ সময় এক জেলে নিখোঁজ হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জেলে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বরিশাল নৌ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল নিখোঁজ জেলে মাসুমকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
বরিশাল নৌ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চলছে। তবে দুপুর পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
আরো পড়ুন: মেয়ে শিশুতে অসন্তুষ্ট, ছেলে নবজাতক চুরি করে বাবা গ্রেফতার
বাবুগঞ্জ উপজেলা ইউএনও মো. আমিনুল ইসলাম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন নৌ ফায়ার স্টেশনের ডুবুরিরা।
ডেইলি বাংলাদেশ/আরএডি