বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ল শালা-দুলাভাই
প্রকাশিত: ০০:১০ ২৩ জানুয়ারি ২০২২ আপডেট: ০০:১২ ২৩ জানুয়ারি ২০২২

(ছবি: সংগৃহীত)
টাঙ্গাইলের কালিহাতীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শালা-দুলাভাই নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কালিহাতীর পৌর এলাকার সাতুটিয়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন এবং একই এলাকার হারুনুর রশিদের ছেলে মাসুম। দুর্ঘটনায় নিহতরা সম্পর্কে মামাতো শালা-দুলাভাই।
আরো পড়ুন: টিকার সনদ না দেখে খাবার পরিবেশন করায় ১২ রেস্টুরেন্টকে জরিমানা
নিহতদের আত্মীয় আব্দুল জলিল বলেন, মোতালেব হোসেন ও মাসুম সম্পর্কে মামাতো শালা দুলাভাই। উপজেলার হাতিয়াতে মাসুমের আপন বোনের বিয়ের দাওয়াত খাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মরফিন হাসান বলেন, বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
ডেইলি বাংলাদেশ/আরএম