ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে মারল কৃষককে
প্রকাশিত: ২২:৩১ ২২ জানুয়ারি ২০২২ আপডেট: ২২:৩৪ ২২ জানুয়ারি ২০২২

ফাইল ছবি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মধু বাগচী নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মধু বাগচী উপজেলার মানসা বাহিদিয়া ইউনিয়নের হোচলা গ্রামের মুকুন্দ বাগচীর ছেলে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা কেন তাকে হত্যা করেছে তা পুলিশ বলতে পারেনি।
আরো পড়ুন: কৌশলে ফাঁকা শ্রেণি কক্ষে নিয়ে কলেজছাত্রীর শ্লীলতাহানি করল প্রভাষক!
ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান, রাতে কয়েকজন লোক হঠাৎ করে গ্রামের বাড়িতে ঢুকে মধুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক ধারণা করছেন। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।
নিহত মধু পেশায় কৃষক বলে জানালেও তার সঙ্গে কার বা কাদের দ্বন্দ্ব ছিল সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।
ওসি আরো বলেন, অপরাধীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ডেইলি বাংলাদেশ/আরএম