হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
প্রকাশিত: ১৪:৫৩ ১৯ জানুয়ারি ২০২২

হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল আলম (৪০) নামে এক চালক নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল আলম (৪০) নামে এক চালক নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে বাবু মিয়া নামে আরো এক হেলপার। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন >>>> স্ত্রীকে সাজিয়ে ঘুরলেন পুরো এলাকা, ঘরে এনেই কাটলেন গলা
বুধবার সকালে মহাসড়কের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক রবিউল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগরদিঘি গ্রামের মুসলিম মিয়ার পুত্র।
আরো পড়ুন >>> ফেসবুকে ছবি পোস্ট নিয়ে বাগবিতণ্ডা, নিখোঁজের ২২ দিন পর মিলল লাশ
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাঈনুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি রড বোঝাই ট্রাকের মধ্যে ঐ স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাকের চালক রবিউল আলম নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং ট্রাক দুইটি আটক করে থানায় নিয়ে আসা হয়।
ওসি জানান, সকালে মহাসড়ক এলাকায় ঘন কুয়াশা ছিল। এ জন্য দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
ডেইলি বাংলাদেশ/এমকে