লাশ ফেলে গেল যাত্রীবেশী দুর্বৃত্তরা, নিয়ে গেল অটো
প্রকাশিত: ১৩:৪৬ ১৯ জানুয়ারি ২০২২ আপডেট: ১৪:১৭ ১৯ জানুয়ারি ২০২২

নিহত আব্দুল মন্নাফ ওরফে মনির
ময়মনসিংহের নান্দাইলে এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল মন্নাফ ওরফে মনির নান্দাইল পৌর এলাকার কাকচর মহল্লার আজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঐ উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের নতুন বাজার এলাকায় অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পথচারীরা। উদ্ধারের পর লাশের ছবি কেউ একজন ফেসবুকে আপলোড করে।
নিহতের ভাই আব্দুল মোতালেব বলেন, আমার ভাই পেশায় একজন অটোচালক। মঙ্গলবার সন্ধ্যার পর সে যাত্রী নিয়ে মধুপুরের বালিপাড়ার দিকে যায়। কিন্তু প্রতিদিনের মতো রাতে আর ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাইনি। সকালে ফেসবুকে লাশের ছবি দেখে আমরা তাকে শনাক্ত করি।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর