মাস্ক ছাড়া পার্কে গেলেই জরিমানা
প্রকাশিত: ২০:১১ ১৮ জানুয়ারি ২০২২

(ছবি: সংগৃহীত)
করোনার সংক্রমণ রোধে ময়মনসিংহে মাস্ক ছাড়া পার্কে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। এ নিষেধাজ্ঞা অমান্যকারীকে আইনের আওতায় আনা হবে জানায় তারা।
মসিক-সচিব রাজীব কুমার সরকার জানিয়েছেন, করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকার নির্ধারিত বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে মসিক। এ বিষয়ে মেয়রের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনটি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করেছে।
তিনি আরও জানান, ময়মনসিংহ সিটি করপোরেশন নিয়ন্ত্রিত পার্কগুলোয় কেউ মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবে না। মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো পড়ুন: বিয়ে না করায় বিষপানে প্রাণ দিল প্রেমিকা
এদিকে পার্কে মাস্ক পরা নিশ্চিত করতে মঙ্গলবার দুপুরে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে অভিযান পরিচালনা করেছেন মসিকের ভ্রাম্যমাণ আদালত। প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান পরিচালিত এ অভিযানে ১১ মামলায় ১১৫০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া চরপাড়া, ভাটিকাশর ও ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। তিনি ১১ মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
ডেইলি বাংলাদেশ/আরএম