সুনামগঞ্জে প্রাইভেটকার খালে, প্রাণ গেল একজনের
প্রকাশিত: ১৮:৫৮ ১৮ জানুয়ারি ২০২২ আপডেট: ১৯:৪৭ ১৮ জানুয়ারি ২০২২

দুর্ঘটনার শিকার প্রাইভেটকার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশের খালের পানিতে পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের নাম সুজন মিয়া। আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার উপজেলার পাঁচগাঁও পয়েন্টের সামনে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হলে কারের চালক ঘটনাস্থলেই মারা যান।
শান্তিগঞ্জ থানার এসআই আবু বক্কর বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে প্রাইভেট কারের চালক মারা গেছেন। আহত চারজনের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ