নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
প্রকাশিত: ১৮:৫৮ ১৮ জানুয়ারি ২০২২ আপডেট: ১৯:৩৫ ১৮ জানুয়ারি ২০২২

নির্মাণাধীন ভবন
বগুড়ার সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন গৃহনির্মাণ শ্রমিক। মঙ্গলবার বিকেলে সদরের উপশহর স্নিগ্ধা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহনির্মাণ শ্রমিক হলেন ৪৩ বছর বয়সী শহিদুল ইসলাম। আর আহত শ্রমিক হলেন আব্দুল মালেক। তারা দুজনই বগুড়া গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামে বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জিল্লুর রহমান।
আরো পড়ুন: আসামি ‘চালাচ্ছিলেন’ গাড়ি, পেছনে ছিলেন সেই দুই এসআই
পুলিশ কর্মকর্তা জিল্লুর রহমান জানান, উপশহর এলাকায় আটতলা ভবন নির্মাণ কাজ করছিলেন শহিদুল ও আব্দুল মালেক। বিকেলে ঐ ভবনের পাঁচতলায় কাজ করছিলেন তারা। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত পাঁচতলার ছাদ থেকে তারা দুজনই নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক) হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল মালেক শজিমেকে চিকিৎসাধীন আছেন।
ডেইলি বাংলাদেশ/আরএম