৯৩ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী
প্রকাশিত: ১৯:৩২ ১৭ জানুয়ারি ২০২২ আপডেট: ১৯:৪৭ ১৭ জানুয়ারি ২০২২

৯৩ বছর বয়সে বিয়ে করেছেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ
৯৩ বছর বয়সে বিয়ে করেছেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী ইসমাইল হোসেন।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিয়ে করেন তিনি। ইসমাইল হোসেন জেলা আইনজীবী সমিতির পাঁচবারের সভাপতি নির্বাচিত হন। তার পাঁচ ছেলে রয়েছে। বিয়েতে ৫০ জনের মতো বরযাত্রী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পাত্রীর বাড়ি কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টিতে। পাত্রীর বয়স ৪০ বছর। আইনজীবী ইসমাইল হোসেনের বাড়ি আদালতের কাছেই।
এদিকে ইসমাইল হোসেনের বিয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রঙ্গরস শুরু হয়েছে। তবে অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। নিঃসঙ্গতাবোধ থেকে তিনি বিয়ে করেছেন বলে অনেকের ধারণা। কারণ তার প্রথম স্ত্রী মারা গেছেন।
আরো পড়ুন >>> অবশেষে ফেরি পাচ্ছে হাওরদ্বীপ খালিয়াজুরীবাসী
এর আগে ৬৭ বছর বয়সে বিয়ে করে আলোচনায় আসেন সাবেক রেলমন্ত্রী কুমিল্লা চৌদ্দগ্রামের এমপি মুজিবুল হক। তবে ঐ বিয়েটি ছিল মন্ত্রীর একমাত্র বিয়ে। মন্ত্রীর ঐ বিয়ে বেশ আলোচনার জন্ম দেয়।
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, সিনিয়র আইনজীবী ইসমাইল হোসেনের বিয়ের বিষয়টি শুনেছি। স্ত্রী মারা যাওয়ার পর একাকিত্ব থেকে তিনি বিয়ে করতে পারেন।
ডেইলি বাংলাদেশ/এমকে