ছাগল বিক্রি নিয়ে বাবার সঙ্গে ঝগড়া, ফাঁস দিলো ছেলে
মেহেরপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:১৪ ৮ জানুয়ারি ২০২২

মুজিবনগর থানা, মেহেরপুর
মেহেরপুরের মুজিবনগরে ছাগল বিক্রি নিয়ে বাবার সঙ্গে ঝগড়ার জেরে অভিমানে ত্রিমতি মণ্ডল নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
নিহত ত্রিমতি মণ্ডল ঐ উপজেলার বল্লভপুর গ্রামের রাজু মণ্ডলের ছেলে। শনিবার দুপুরে বাড়ির পাশের আম বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, বাবা রাজু মণ্ডলের সঙ্গে একটি ছাগল বিক্রি করা নিয়ে ঝগড়া হয় ত্রিমতি মণ্ডলের। এরই জেরে অভিমানে গত রাতের কোনো এক সময় সে বাড়ির পাশের একটি আম গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর