সিলেটে ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
সিলেট প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:৩৬ ৮ এপ্রিল ২০২১

গাঁজাসহ আটক স্বামী-স্ত্রী
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব। বুধবার বিকেলে ওই উপজেলার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার সুজানগরের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন ও তার স্ত্রী জেসমিন আক্তার।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি ২০ গ্রাম গাঁজাসহ ওই দম্পতিকে আটক করা হয়েছে। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
ডেইলি বাংলাদেশ/এআর