ডাকাতিয়া নদী থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:২২ ৮ এপ্রিল ২০২১ আপডেট: ২০:৫৬ ৮ এপ্রিল ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদী থেকে বস্তাবন্দি অবস্থায় একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার ডাকাতিয়া নদীর উপর ফরিদগঞ্জ সেতুর পাশ থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীর উপরে ফরিদগঞ্জ সেতু সংলগ্ন নদীতে স্থানীয় এক কিশোর মাছ ধরতে এসে কঙ্কালটির মাথার খুলি দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিসহ নদীতে তল্লাশী চালিয়ে বস্তাবন্দি অবস্থায় কঙ্কালটি উদ্ধার করে। এসময় নদীতে ভাসমান অবস্থায় ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। যদিও তাতে কোন কিছুই ছিল না। কঙ্কালের মাথার খুলিতে চুলের অস্তিত্ব থাকায় ধারনা করা হচ্ছে কঙ্কালটি কোন নারীর।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. বাহার মিয়া জানান, সংবাদ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ সেতুর কাছ থেকে কঙ্কালটি উদ্ধার করেছি।
ডেইলি বাংলাদেশ/জেএস