সোনারগাঁয়ে রিসোর্টে নারীসহ অবরুদ্ধ মামুনুল হক, দ্বিতীয় স্ত্রী বলে দাবি
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:৫৫ ৩ এপ্রিল ২০২১

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয়রা। যদিও ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক।
শনিবার বিকেলে উপজেলার রয়েল রিসোর্টে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে রাখা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
সোনারগাঁ থানার ওসি তবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি বাংলাদেশ/টিআরএইচ