আওয়ামী লীগ নেতা মাঝি হত্যা মামলায় ৪ জন কারাগারে
প্রকাশিত: ২০:৪৫ ৮ মার্চ ২০২১

আব্দুল হক মাঝি
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হক মাঝি হত্যার মামলায় ৪ আসামির জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিনে এসে সোমবার নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন, আনোয়ার, কামাল, মামুন ও দেলোয়ার।
এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল বলেন, উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিনের পর আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চাইলে আদালত না মঞ্জুর করে ৪ জনকে জেলহাজতে পাঠায়। এদিকে এই মামলায় পলাতক আসামিদের ভয়ে বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ নভেম্বর রাতে সুধারামের করমূল্যা বাজারে ঘটনাটি ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আব্দুল হক মাঝির দোকানে হামলা চালায় ও তাকে পিটিয়ে হত্যা করে।
ডেইলি বাংলাদেশ/আরএম