সাতক্ষীরায় জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
প্রকাশিত: ০৯:৪৮ ৮ মার্চ ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই তার আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার ভোরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জগনান্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনতাজ মলিক পাটকেলঘাটা থানার জগনান্দকাটি গ্রামের আব্দুল মজিদ মলিকের ছেলে।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পরিবারের সদস্যদের দেয়া তথ্যানুসারে, মনতাজ পাটকেলঘাটা বাজার একটি দোকান নিয়ে ব্যবসা করে। তার সঙ্গে বড় ভাই শাহজান মলিকের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। রোববার রাত ১টার দিকে মনতাজ দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে জগনান্দকাটি গ্রামে শাহজান মলিকের বাড়ির সামনে পৌঁছালে সে মনতাজকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, পুলিশ ঘাতক বড় ভাইকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।
ডেইলি বাংলাদেশ/জেএস