রায়পুরে পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:০০ ৭ মার্চ ২০২১

আলোচনা সভায় অতিথিরা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রায়পুর থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। রোববার বিকালে থানা প্রাঙ্গণে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন ওসি আব্দুল জলিল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ৭ মার্চের ভাষণ ২০১৭ সালের ৩০ অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন আজ।
এ সময় উপস্থিত ছিলেন এএসপি (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামাণিক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, নবনির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন রুবেল, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এমআর