ইমোতে গ্রুপ খুলে যুবদল নেতার ইয়াবা ব্যবসা
প্রকাশিত: ১৪:৪৫ ৭ মার্চ ২০২১

ইমোতে গ্রুপ খুলে ইয়াবা ব্যবসা
মাদক ব্যবসার অভিনব কৌশল হিসেবে বেছে নিয়েছিলেন ইমো। ইমোতে গ্রুপ খুলে নিতেন ইয়াবার অর্ডার, এরপর করতেন সরবরাহ। তবে এবার আর শেষ রক্ষা হলো না। গ্রেফতার হলেন পুলিশের হাতে।
চট্টগ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাসুম পারভেজ নামে এক যুবদল নেতা ও তার সহযোগী হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে, শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। মাসুম নগরীর বন্দর থানা যুবদলের নেতা।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে থেকে মাসুম ও তার সহযোগী হারুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮৯টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
ওসি বলেন, মাসুম পারভেজের বিরুদ্ধে আগেরও মাদকের দুটি মামলা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিতে ইমোতে গ্রুপ খুলে ইয়াবা বিক্রি করতেন তিনি। তার সঙ্গে আরো একটি দল রয়েছে, যারা ইমোতেই ইয়াবার অর্ডার নেয়। তাদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর