গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, ঘটনাস্থলেই ব্যবসায়ীর মৃত্যু
খুলনা প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:৪২ ৭ মার্চ ২০২১ আপডেট: ১৪:৩২ ৭ মার্চ ২০২১

নিহত মোস্তাফিজুর রহমান মানিক
খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার ভোরে লবনচরা থানার কাছে তার এলপি গ্যাসবাহী পিকআপ সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান মানিক রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লবনচরা থানার ওসি সমীর কুমার সরকার জানান, মোংলা থেকে পিকআপে এলপি গ্যাস নিয়ে মানিক খুলনায় তার ডিপোতে ফিরছিলেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএস/জেএইচ