বগুড়ায় ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২
বগুড়া প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১০:৪৩ ৭ মার্চ ২০২১

ফাইল ছবি
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সার বোঝাই ট্রাক ও বিপরীতগামী পাথরবোঝাই ট্রাক রাজাপুর এলাকায় পৌঁছালে এ সংঘর্ষ ঘটে। এতে পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন ট্রাকের দুজন হেলপার।
ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে মুচড়ে যাওয়া দুটি ট্রাক দুটির সম্মুখ ভাগ কেটে হতাহতদের উদ্ধার করেন।
এ দুর্ঘটনার কারণে মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
ইন্সপেক্টর বলেন, নিহতের নাম এখনো জানা যায়নি। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএস