যুক্তরাষ্ট্র থেকে এলো রেলের ৮ ব্রডগেজ ইঞ্জিন
প্রকাশিত: ২০:৩২ ৬ মার্চ ২০২১ আপডেট: ২১:১৫ ৬ মার্চ ২০২১

লোকোমোটিভগুলো ক্রেনের মাধ্যমে সতর্কতার সঙ্গে জাহাজ থেকে নামানো হচ্ছে
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ রেলওয়ের আটটি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শনিবার সকাল থেকে বন্দরের বার্থে ইঞ্জিনগুলো খালাস শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে কেনা ৪০টি ব্রডগেজ লোকোমোটিভের মধ্যে শনিবার প্রথম ধাপে আটটি এসে পৌঁছেছে। বাকিগুলো আরো চার ধাপে আসবে। প্রথম ধাপে আসা লোকোমোটিভগুলো ক্রেনের মাধ্যমে সতর্কতার সঙ্গে জাহাজ থেকে নামানো হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল শেষে সেগুলো রেলের বহরে যুক্ত হতে আরো মাসখানেক সময় লাগবে।
২০১৯ সালের ১৪ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এসব লোকো কেনার চুক্তি করেন মো. নুরুল ইসলাম সুজন। ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ ক্রয়ে সরকারের ব্যয় হচ্ছে এক হাজার ১২৩ কোটি পাঁচ লাখ টাকা। এর আগে, ২০২০ সালের মাঝামাঝিতে রেলের বহরে যুক্ত হয়েছিল দক্ষিণ কোরিয়া থেকে আনা ১০টি মিটারগেজ ইঞ্জিন।
ডেইলি বাংলাদেশ/এমআর