স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার দায় স্বীকার করল স্বামী
প্রকাশিত: ১৮:৩৬ ৬ মার্চ ২০২১

স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বামী মোশারফ হোসেন।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউপির এক সন্তানের জননী রসুলপুর গ্রামের হাছনা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বামী মোশারফ হোসেন।
গত শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল রাফিমের আদালতে নিজের স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে নির্জন চকে ফেলে রেখে যাওয়ার কথা স্বীকার করেন বলে মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই মো. হাসানুর রহমান নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জেরে স্ত্রী হাছনার দায়ের করা মামলায় মোশারফ বেশ কিছুদিন হাজত খাটেন। গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে চিকিৎসার কথা বলে স্ত্রীকে ডেকে অজ্ঞাতস্থানে নিয়ে হত্যা করে বায়রা ইউপির চাড়াভাঙ্গা চকে ভুট্টা ক্ষেতে মরদেহ ফেলে রেখে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে হাছনার পরিবার নিহতের মরদেহ শনাক্ত করেন। এ ব্যাপারে নিহতের বড় ভাই মিনাজুদ্দিন বাদী হয়ে মোশারফকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ৪ মার্চ ভোর রাতে এএসপি ( সিংগাইর সার্কেল) মো. রেজাউল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে মোরারফ হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতার মোশারফ মানিকগঞ্জ সদর থানার চর কৃষ্ণপুর গ্রামের মো. কাইমুদ্দিনের ছেলে।
ডেইলি বাংলাদেশ/এমকে