ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলস কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী
প্রকাশিত: ২০:৩৬ ৫ মার্চ ২০২১ আপডেট: ১৯:১৫ ৬ মার্চ ২০২১

নওগাঁর নিয়ামতপুরে ১৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুবিধাভোগীর মাঝে উন্নত জাতের গরু ও গো-খাদ্য বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার- ডেইলি বাংলাদেশ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কোনো গোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তাদের শিক্ষা ও জীবনমানের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা সেল গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে নওগাঁর নিয়ামতপুরে ১৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুবিধাভোগীর মাঝে উন্নত জাতের গরু ও গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে ঘরে ঘরে বিদ্যুৎ আছে, বছরের প্রথমদিন সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে গেছে, যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা সেবা উন্নত হয়েছে। এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায়।
তিনি আরো বলেন, দেশে করোনাভাইরাসের প্রভাব শুরু হওয়ার পর বিএনপি বলেছিল অনেক মানুষ না খেয়ে মারা যাবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানুষকেও না খেয়ে মরতে দেননি। দেশে করোনার ভ্যাকসিন আসার পর তারা বলেছিল এই ভ্যাকসিন নিলে মানুষ মারা যাবে, কিন্তু এখন পর্যন্ত একজন মানুষও মারা যায়নি। এ কারণে বিএনপি নেতারাও করোনার ভ্যাকসিন নিচ্ছেন।
এ সময় নিয়ামতপুরের ইউএনও জয়া মারীয়া পেরেরা, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামীন আলী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রতন কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এআর/এইচএন