এক ঘণ্টার আগুনে পুড়ল পাঁচ দোকান
টাঙ্গাইল প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:০৪ ৫ মার্চ ২০২১

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ের পাথাইলকান্দী বাজারে আগুন লেগেছে। এতে পাঁচটি মালামালসহ দোকান পুড়ে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৬টায় ওই এলাকার হাজী মার্কেটে এ ঘটনা ঘটে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ফজরের নামাজ শেষে মুসুল্লিরা বাসায় ফেরার পথে হাজী মার্কেটের একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ায় তারা ভূঞাপুর ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনে টিভি, ফ্রিজ, প্লাস্টিক, জুতার দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
ডেইলি বাংলাদেশ/এআর