দৌলতদিয়ায় অপেক্ষায় ৯শ’ গাড়ি
রাজবাড়ী প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:২০ ৫ মার্চ ২০২১

দৌলতদিয়া ফেরিঘাটে আটকা বাস-ট্রাক
ফেরি সংকটের কারণে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। পদ্মা পারাপারের অপেক্ষায় আছে কমপক্ষে ৯শ’ ছোট-বাড় গাড়ি। যানজট ও ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালক-শ্রমিকরা।
শুক্রবার সকাল থেকেই বাড়ছে যানবাহনের চাপ। ঘাটে যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিসি। এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থপক খোরশেদ আলম।
তিনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরির মধ্যে বর্তমানে ১২টিফেরি চলাচল করছে। তিনটি বড় ফেরি নষ্ট হওয়ার কারণে ঘাটে গাড়ির চাপ বেড়েছে। ফেরিগুলো মেরামতের জন্য পাঠানো হয়েছে।
খোরশেদ আলম আরো জানান, ভ্যাপসা গরমের মধ্যে যানজট সৃষ্টি হওয়ায় যাত্রী-চালকসহ সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজট নিরসনে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিসি।
ডেইলি বাংলাদেশ/এআর