কাপ্তাই হ্রদে ভেসে উঠল যুবকের মরদেহ
রাঙামাটি প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:১৪ ৪ মার্চ ২০২১

কাপ্তাই হ্রদে ভেসে উঠা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাঙামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদে ভেসে উঠা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ৯টার দিকে হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করে।
মৃত যুবকের গায়ে সবুজ ও সাদা চেকের ফুলহাতা শার্ট ও কালো প্যান্ট পরিহিত ছিল। প্যন্টের পকেট থেকে একটি বাটন মোবাইল ও কিছু টাকা পাওয়া যায়।
লংগদু থানার ওসি আরিফুল আমিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। এর মাধ্যমে হয়তো মরদেহের পরিচয় পাওয়া যাবে। মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে