ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী
প্রকাশিত: ০২:১২ ৪ মার্চ ২০২১ আপডেট: ০২:৪২ ৪ মার্চ ২০২১

মোটরসাইকেল -ফাইল ছবি
নেত্রকোনার পূর্বধলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় হাবুল ফকির নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বুধবার রাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের উপজেলার জারিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবুল ফকির ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের রাজধারীকেল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত রুকন উদ্দিন একই এলাকার বাসিন্দা।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস আলম জানান, রুকনকে সঙ্গে নিয়ে দুর্গাপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন হাবুল ফকির। পূর্বধলা উপজেলার জারিয়া মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক হাবুল ফকিরকে মৃত ঘোষণা করেন।
ডেইলি বাংলাদেশ/এমআর