সিলেটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
প্রকাশিত: ১৯:৩৩ ৩ মার্চ ২০২১

মরদেহ (ফাইল ছবি)
সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। নিহত লাকি বেগম দুই সন্তানের জননী। বুধবার উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁওয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার পর নিহতের স্বামী দানা মিয়াকে আটক করেছে পুলিশ। দানা মিয়া কান্দিগাঁও এলাকার সুনা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই দানা ও লাকির মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এই দম্পতির এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বুধবার দুপুর ১টার দিকে ঝগড়ার একপর্যায়ে দানা মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাকিকে উপর্যুপুরি আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই লাকি মারা যান। পরে ছুরিসহ দানা মিয়াকে আটক ও লাশ উদ্ধার করে পুলিশ।
গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে দানা মিয়া ধারালো ছুরি দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন করেন। তাকে ছুরিসহ আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দানা মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
ডেইলি বাংলাদেশ/আরএম