কমিউনিটি সেন্টারের সামনে মিলল যুবকের মরদেহ
প্রকাশিত: ১৯:১৫ ৩ মার্চ ২০২১

মরদেহ (ফাইল ছবি)
ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে থেকে জসীম উদ্দিন হাজারী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ফেনী পৌর শহরের কদলগাজী রোডের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় কোনো পক্ষের সঙ্গে বিরোধের জেরে নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে ঘটনার ব্যাপারে স্থানীয়রা কিছু বলছে না। লাশ উদ্ধারের পর রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আলা উদ্দিনকে নামে একজনকে পুলিশ আটক করেছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বুধবার বিকেলে এ ব্যাপারে ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মদ জানান, মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।
ডেইলি বাংলাদেশ/আরএম